Amer Bornoona

আমি খুব সাধারণ একজন ছেলে | মোটেও ভাব নেই না। নাম :- মা-বাবা যেটা দিছে সেটা। বয়স :- জানি না, আস্তে আস্তে বাড়তাছিত। ঠিকানা :- কোন সময় কোথায় থাকি নিজেও জানিনা, কেমনে বলব? জাতীয়তা :- ১০০% বাংলাদেশী। প্রমাণপত্র হিসেবে আমার আব্বা- আম্মা স্বাক্ষী। ঊচ্ছতা :- ফিতা দিয়ে মেপে দেখব, এখনো মাপা হয়নি। গায়ের রং :- আপনি এসে দেখে যান... চেহেরা :- কালো সাদা মেসান| চুল : কালো কুচকুচে | < বাংলাদেশী তো তাই লাল/ সোনালি না > । প্রিয় ব্যক্তি :- কারটা বাদ দিয়ে কারটা বলব? সুতরাং প্রিয় ব্যক্তি আমার আম্মা,আব্বা।। প্রিয় খাবার :- নির্দিষ্ট নাই, যখন যেটা খেতে ইচ্ছে করে... প্রিয় বই :- ছোট বেলায় কোন বইটি পড়েছিলাম মনে নাই......।। প্রিয় সখ :- বেশি বেশি ঘুমানো...... ঘুমার রাজ্যে স্বপ্নপরীর সাথে ঘুরে বেড়ানো...। যা যা করতে ভালো লাগে :- আড্ডা দেয়া, গান শোনা, fun করা, বেড়ানো, গল্প পড়া, MOVIE দেখা, যখন যেটা করতে ভাল লাগে ইত্যাদি ইত্যাদি.. ধর্ম :- ইসলাম ,ইসলামই পরিপূর্ণ জীবন ব্যবস্থা । যা কিছু প্রিয় , প্রিয় ব্যাক্তি :- হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুয়ালাইহি ও য়াসাল্লাম। প্রিয় শব্দ :- আল্লাহ্, মুহাম্মাদ, মা, বাবা | প্রিয় জায়গা :- মক্কা, মদিনা, মসজিদ | প্রিয় বই :- আল- কুর্আন, আল-হাদিস। প্রিয় সঙ্গীত :- আযান | অভ্যাস :- নিষেধ করা জিনিস বেশি বেশি করা। কিছু বৈশিষ্ট :: বৃষ্টিতে ভিজতে খুব ভাল লাগে। আমার অত্যাচারে প্রায় সবাই অতিষ্ঠ। পেছনের বেঞ্চে বসা ছাত্র আমি। "আদর্শ" ছাত্র বলতে যা বুঝায় তা কখনোই ছিলাম না এবং এখন পর্যন্ত নাই। আমি বোকা- সোকা টাইপের এক পিস আদম সন্তান। এক কথায় যাকে বলে সাদা এবং সিদা। আমি সৎ ব্যাক্তিদের অনুসরণ করার চেষ্টা করি। নিজেও সৎ জীবন যাপন করার চেষ্টা করি। সৎ পথে টাকা আয় করিতে ব্যাফুক আনন্দ লাভ করি। আমি একটা পদার্থ আবিস্কার করিয়াছি, তা হলো... আমি ইহজগতের সব চেয়ে বড় অপদার্থ। আমার পিতা ইহা নিঃসঙ্কোচে স্বীকার করিতেন। এখনো প্রেম নামক বস্তুটির সাথে আমার পরিচয় হয় নাই। ইহজগতে কখনো হইবে কি না, তা নিয়ে আমি খুব ই সন্দিহান। এর প্রধান কারন হলো আমার মানিব্যাগ এর স্বাস্থ্যহীনতা। তবে আমি মোটেও বিচলিত নই। কারন, খারাপ সময় নিশ্চয় চিরস্থায়ী নয়... আমার রুম সম্পর্কে কিছু বলি... আমার রুমে বইয়ের তুলনায় বিভিন্ন কিসিমের ক্যাবলের ছড়াছড়ি বেশী। যে কেউ একবার দেখলেই বুঝবে এখানে কোন ছাত্র নয় বরং কোন মেকার বসবাস করে। আমার পড়ার টেবিল এতো বেশি পরিমান গোছানো (!!!) যে, কলম খুঁজে পেতে নুন্যতম ৫ মিনিট সময় লাগবে। কাপড় গুছিয়ে রাখার অভ্যাস আমার কস্মিন কালে ও ছিলো না, এখনো নাই। মাঝে মাঝে নিজের চেয়ার টাও খুঁজে পাই না, কাপড়ের নিচে ঢাকা পড়ে যায়। কি কমু শরমের কতা, মাঝে মাঝে নিজের ছোট প্যান্ট ও হারিয়ে ফেলি............ এই হলো আমার রাজকীয় জীবন.......... চরম মজার একটা জীবন যাপন করতেছি......... যাপন না বলে উদযাপন বলাই ভালো। মাঝে মাঝে মনে হয়, সারাটা জীবন এভাবে কাটিয়ে দিতে পারলে মন্দ হতো না........ এই হলাম আমার আমি। একসময় আমি খুব স্মার্ট ছিলাম , আমার বয়স তখন ৬ মাস! প্রতিদিন ৪-৫ বার পোশাক চেন্জ করতাম । এখন একই ড্রেস পড়ে ৪-৫ দিন কাটিয়েদেই । একসময় আমি খুব কিউট ছিলাম আমার বয়স তখন ৪ বছর। আমার কিউট চেহারায় কুদৃষ্টিলাগার ভয়ে আমার আম্মু আমার কপালের বাঁ পাশে কালো টিপ দিয়ে দিতেন । এখন আর আমি কিউট নই তাই কালো টিপ দিতে হয় না । একদা আমি অনেক ভয়ংকর ছিলাম, ২ বছর বয়সে আমাদের পাশের বাড়ির আন্টির কোলে উঠে তার গালে থাপ্পর মেরেছিলাম । তিনি ভয়ে আমাকে কিছুই করার সাহস পান নি । এখন আর আমি ভয়ংকর নই। কাউকে থাপ্পর দিলেই পাল্টা থাপ্পর খেতে হয় । একদা আমার হাতের লেখা খুব সুন্দর ছিল । আমি প্রথম যেদিন'অ'(স্বরে অ) লিখেছিলাম, সবাই হাত তালি দিয়েছিল। সবাই বলেছিল, কত্ত সুন্দর লেখা!! এরপর সারাজীবনে কত বার 'অ'(স্বরে অ) লেখলাম !! কেউ একটা হাত তালি দিল না । একসময় আমি খুব রোমান্টিক ছিলাম। আমার বয়স যখন ২, তখন আমাদের পাশের বাড়ির মেয়ের (দেড়বছর বয়স) গালে হামি খেয়েছিলাম । এরপর ২০ বছর কেটে গেল। হামি খাওয়া তো দূরের কথা, কোনমেয়ের হাতও ধরতে পারি নি । সময় পেলে আরও লিখবো | এতো কষ্ট করে পুরো প্রফাইল পড়ার জন্য ধন্যবাদ ইতি/- আপনাদের প্রিয় মোহাম্মদ মাসুদ আলম । কিন্ত ফেইসবুক এ প্রমীণ মাসুদ।।

Comments